Site icon Jamuna Television

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যলয়ের তালিকায় নেই বাংলাদেশ, ঢাবি ১৮৬

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন। এর মধ্যে নাম নেই বাংলাদেশি কোনো বিশ্ববিদ্যালয়ের। র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৮৬তম।

বৃহস্পতিবার (২২ জুন) ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩’ শিরোনামে এ তালিকা প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন। তালিকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান ১৯২তম।

র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে আছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। এশিয়ার সেরা দশের মধ্যে চীনের চারটি, হংকংয়ের তিনটি, সিঙ্গাপুরের দুটি ও জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এটিএম/

Exit mobile version