Site icon Jamuna Television

পটুয়াখালীতে লেক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, পরিবার বলছে রহস্যজনক

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালী পৌরসভা সংলগ্ন লেক থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জয়ন্তু সাহার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে।

নিহত জয়ন্ত সাহা শহরের চরপাড়া যাদব সাহার ছেলে এবং পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জয়ন্ত সাহা এবং তার বন্ধু অরিজিৎ, অর্ঘ্য, বাপ্পি পালসহ অন্যান্য বন্ধুরা মিলে পুরাতন জেলখানা সংলগ্ন লেকে গোসল করতে নামে। এদের মধ্যে একমাত্র জয়ন্ত সাহাই সাঁতার কাটতে জানতো। সাঁতার কেটে লেক পারাপার করতে গিয়ে জয়ন্ত সাহাকে পানিতে ডুবে যেতে দেখে বন্ধুরা উদ্ধারে এগিয়ে আসে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা তাকে লেক থেকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের পরিবারের দাবি, জয়ন্ত সাহা সাঁতার জানতো এবং লেকের গভীরতাও বেশি নয় তাই পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তারা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষনের দাবি জানিয়েছেন।

বিষয়টি রহস্যজনক বলে স্বীকার করছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সাজেদুল ইসলামও। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি। পাশাপাশি বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে।

এটিএম/

Exit mobile version