Site icon Jamuna Television

‘টাইটান-বিপর্যয় নিয়ে এখনই বিচার করা ঠিক হবে না’

ছবি: সংগৃহীত

টাইটান সাবমার্সিবল ধ্বংস হওয়া সম্পর্কে এখনই কোনো বিচার বা রায় দেয়ার ব্যাপারে সতর্ক করেছেন সমুদ্র পর্যটনের ইভেন্টটির আয়োজক সংস্থা ওশানগেটের সহ-প্রতিষ্ঠাতা গুইলার্মো সোনলেইন। তিনি জানিয়েছে, প্রয়োজনী তথ্য-উপাত্ত ছাড়া কোনো ধরনের রায় দিয়ে দেয়াটা ঠিক হব না। সিএনএনের খবর।

গুইলার্মো সোনলেইন বলেছেন, যে এলাকায় টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেখানে তথ্য সংগ্রহের জন্য বেশ কয়েকটি দল কাজ করছে। বেশ কয়েক দিন, সপ্তাহ কিংবা মাসজুড়েও চলতে পারে এই কাজ। ঠিক কী ঘটেছিল সাবমার্সিবলটির ক্ষেত্রে, তা পরিষ্কারভাবে জানতে পারার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। তাই, হাতে আরও বেশি তথ্য আসা পর্যন্ত জল্পনাকল্পনার বিস্তার অনেক বেশি না হওয়াই ভালো।

২০১৩ সালে ওশানগেট ত্যাগ করা সোনলেইন টাইটান সাবমার্সিবলের গঠনপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। তবে এখনও সংস্থাটির মালিকানায় আছেন তিনি। ওশানগেটের সিইও এবং অভিযানটির নিখোঁজ আরোহী স্টকটন রাশের প্রসঙ্গে সোনলেইন বলেন, আমাদের অগ্রাধিকারের প্রথমেই ছিল নিরাপত্তা। আমি বিশ্বাস করি, প্রযুক্তিগত কিংবা গভীর সমুদ্রে অভিযান যাই হোক না কেন, রাশের সকল উদ্ভাবনের উদ্দেশ্য ছিল নিরাপদে মানুষের কাছে মহাসাগরের রহস্য উন্মোচন করা।

আরও পড়ুন: ‘পানির তীব্র চাপেই বিস্ফোরিত হয়েছে টাইটান’

/এম ই

Exit mobile version