Site icon Jamuna Television

কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির টেকনাফ মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার (২২ জুন) সন্ধ্যায় সাড়ে ৭টায় কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকার মৃত ফকির আহম্মদের ছেলে আব্দুল মোনাফ (৯০)।

রামু ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন জানান, মোনাফ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার চেইন্দা ছড়ারকূল এলাকায় স্থানীয় এক মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে সড়ক পার হওয়ার সময় টেকনাফমুখি একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

ওসি বলেন, এসময় স্থানীয়রা মোটরসাইকেলটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আব্দুল মোনাফকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তরের ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ওসি মেজবাহ উদ্দিন।

এটিএম/

Exit mobile version