Site icon Jamuna Television

তুমুল শিলাবৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের কলোরাডো

তুমুল শিলাবৃষ্টি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে। ভয়াবহ এ দুর্যোগের কবলে আহত শতাধিক বাসিন্দা। খবর এপির।

ডেনভার শহরে এক কনসার্টের সময় হওয়া ওই দুর্যোগের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, বিখ্যাত রেড রকস অ্যাম্ফিথিয়েটারে কনসার্ট চলাকালে আকস্মিক মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর সময় অজস্র ধারায় পড়তে থাকে শিলা। বেশিরভাগ শিলার আকার-আয়তন প্রায় টেবিল টেনিস বলের সমান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে হুড়োহুড়ি করে সরে যেতে থাকে দর্শকরা। এসময় শিলার আঘাতে অনেকের রক্তপাতের ঘটনা ঘটে। তবে ঘটেনি কোনো প্রাণহানির ঘটনা।

এটিএম/

Exit mobile version