রাশিয়ায় ওয়াগনারদের অভ্যুত্থান পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। সতর্ক অবস্থানে আছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনও। খবর সিএনএনের।
আরও পড়ুন: রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহ, মস্কোসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার
শনিবার (২৪ জুন) হোয়াইট হাউজের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির অভ্যুত্থান পরিস্থিতির বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন। মস্কোর প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন তিনি। +
এর আগে, রাশিয়ার পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা হয় মার্কিন প্রেসিডেন্টকে। এ ইস্যুতে মার্কিন মিত্রদের সাথে আলোচনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
/এসএইচ

