Site icon Jamuna Television

ইয়েমেনে সৌদি জোটের ভূমিকা মার্কিন নজরদারিতে

ইয়েমেনে চলমান সংঘাত আর গৃহযুদ্ধ পরিস্থিতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের ভূমিকা পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনে যুদ্ধাপরাধে জড়িত থাকার বিষয়ে জাতিসংঘের অভিযোগের পরই একথা বলেন তিনি।

জেমস ম্যাটিস জানান, যুদ্ধে বেসামরিক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে সৌদি জোটের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র। চলছে শান্তি আলোচনার চেষ্টাও।

তবে জাতিসংঘের তোলা যুদ্ধাপরাধের অভিযোগ ও সৌদি আরবের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।

Exit mobile version