Site icon Jamuna Television

নরসিংদীতে ছুরিকাঘাতে কলেজছাত্রী খুন

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীতে ছুরিকাঘাতে বিনা মিত্র (১৯) নামে এক কলেজছাত্রীকে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে পলাশ উপজেলার জিনারদীর বড়িবাড়ি গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিনা মিত্র বড়িবাড়ি গ্রামের ভজন মিত্রের মেয়ে। সে ঘোড়াশাল মুসাবিন হাকি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে নিজ ঘরে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে বিনা তার ঘরে লেখাপড়া করছিল। রাত ১০টার দিকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে ঘরের ভেতর তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দুই বছর আগে সঞ্জয় ভৌমিক নামে এক যুবকের সাথে বিয়ে হয় বিনা মিত্রের। বিয়ের দুই মাসের মাথায় বাবার বাড়ি চলে আসে বিনা মিত্র। এরপর থেকেই স্বামীর সাথে মনোমালিন্য চলছিল তার। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

পলাশ থানার ওসি মো. ইলিয়াছ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

/এএম/এটিএম

Exit mobile version