Site icon Jamuna Television

শত কেজি ওজন কমাতে না খেয়ে শরীরচর্চা, তরুণীর মৃত্যু

ছবি: সংগৃহীত

অতিরিক্ত ওজন কমাতে কৃচ্ছ্রসাধন করতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন ২১ বছর বয়সী এক তরুণী। খাবার কম খেয়ে অধিক শরীরচর্চার একপর্যায়ে মারা গেছেন তিনি। চীনা ওই তরুণীর নাম কুইহুয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে ওই তরুণী জানিয়েছিলেন, তার ওজন ১৫৬ কেজি। তিনি ১০০ কেজি ওজন কমাতে চান। এজন্য তিনি উত্তর-পশ্চিম চীনের একটি ওজন কমানোর ক্যাম্পে যোগ দেন। শুরু করেন কঠোর পরিশ্রম। পাশাপাশি, দ্রুত সময়ে ওজন কমাতে খানাপিনা ব্যাপকভাবে কমিয়ে দেন।

গত মাসের শেষে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর চাউর হওয়ার পর থেকেই ওই তরুণীর শরীরচর্চার নানা ভিডিও চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

চীনা ন্যাশনাল রেডিও জানিয়েছে, মৃত্যুর দু’দিন আগে শাংসি প্রদেশে ওজন কমানোর ক্যাম্পে গিয়েছিলেন কুইহুয়া। সেখানে শরীরচর্চার ধরণ এবং খাবার মেন্যু জানানো হয়েছিল তাকে। তবে ওজন কমাতে শুধু শরীরচর্চাই করেছিলেন তিনি। পরামর্শ মতো খাবার গ্রহণ করেননি। সেই জেরেই তার করুণ পরিণতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ওজন কমানোর ক্যাম্প থেকে ক্ষতিপূরণ পেয়েছে তরুণীর পরিবার। তবে আর্থিক সাহায্যের অঙ্ক জানা যায়নি। এ ঘটনার পর থেকে চীনে ওজন কমানোর ক্যাম্পগুলোর দিকে আঙুল উঠেছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ডায়েট ও শরীরচর্চা করার কথা বলছেন অনেকে।

এএআর/

Exit mobile version