Site icon Jamuna Television

‘অবাধ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই’

ওবায়দুল কাদের- ফাইল ছবি

অবাধ ও নিরপক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের জন্য আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নবগঠিত যুক্তফ্রন্টকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ক্ষমতায় যাবার স্বপ্ন অচিরেই ভেঙ্গে যাবে। যারা ইতিবাচক রাজনীতি করে, যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নেই, নির্বাচনের আগে তাদের গ্রেফতার করা হবে না। কিন্তু আইনের চোখে যারা অপরাধী, নির্বাচনের আগে তাদের গ্রেফতার না করার কোন কারণ নেই।

Exit mobile version