Site icon Jamuna Television

পায়রা বন্দরে খালাস হচ্ছে কয়লা

ইন্দোনেশিয়া থেকে আসা কয়লাবাহী জাহাজ এমভি-অ্যাথেনা ভিড়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। সেখানে চলছে কয়লা খালাসের কাজ।

শনিবার (২৪ জুন) সকালের দিকে বৃষ্টির কারণে খালাস কাজে কিছুটা বিঘ্ন ঘটে। এর আগে, বৃহস্পতিবার রাতে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি-অ্যাথেনা পায়রা সমুদ্র বন্দরে নোঙর করে। সবকিছু ঠিক থাকলে রোববারের মধ্যে পুনরায় উৎপাদনে ফিরবে ১৩শ’ ২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এমনটাই জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান।

কয়লা সংকটের কারণে গত ২৫ মে বন্ধ হয়ে যায় কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন। পরে, ৫ জুন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটও।

/এম ই

Exit mobile version