Site icon Jamuna Television

পবিত্র হজ উপলক্ষ্যে নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: সৌদি আরব

ছবি : সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর বাকি মাত্র দুই দিন। ইতোমধ্যে হজের নিরাপত্তা ও ট্রাফিকসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হজ নিরাপত্তা বাহিনী। খবর আরব নিউজের।

দেশটির পাবলিক সিকিউরিটি ডিরেক্টর ও হজ সিকিউরিটি কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি বলেন, হজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে নিরাপত্তা জোরদার থাকবে। যে কোনো সমস্যায় দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়ার বিষয়ে নিরাপত্তায় দায়িত্বরতরা বদ্ধপরিকর।

প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটির স্পেশাল ইমার্জেন্সি ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আল-ওমারি বলেছেন, মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কর্মীরা প্রস্তুত রয়েছে। রাজ্যের অতিথিদের সুরক্ষার জন্য, হজ প্রবিধান লঙ্ঘন রোধ করা, অননুমোদিত ব্যক্তিদের পবিত্র স্থানে প্রবেশ বন্ধ করা, ভিড়ের চলাচল পরিচালনার ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের ৮ তারিখ শুরু হয় হজ, শেষ হয় ১০ তারিখ ঈদুল আজহার পশু কোরবানির মধ্যে দিয়ে। চলতি বছর সৌদিতে ২৮ জুন হবে ঈদুল আজহা। ২৬ জুন থেকে ‍শুরু হবে হজের কার্যক্রম।

এএআর/

Exit mobile version