Site icon Jamuna Television

‘নির্বাচনে ইভিএম ব্যবহার দুরভিসন্ধিমূলক’

জাতীয় নির্বাচনে ইভিএম-এর ব্যবহার দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ। সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি অভিযোগ করেন, বেশিরভাগ রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষের মতামতকে উপেক্ষা করে, তড়িঘড়ি আরপিও সংশোধনের মাধ্যমে ইভিএম ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই দুরভিসন্ধিমূলক পরিকল্পনা মূলত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পটভূমি বলেও মন্তব্য করেন রিজভি।

রিজভি অভিযোগ করেন, ঈদের পর রাজধানীসহ দেশের সকল থানায় বিএনপি নেতাদের নামে-বেনামে মামলা দেয়া হয়েছে। ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের সমাধি জিয়ারতের মাধ্যমে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে বলে জানান তিনি।

Exit mobile version