Site icon Jamuna Television

দলীয় ক্যাডার হয়ে যাওয়া পুলিশ সদস্যদের তালিকা হচ্ছে: রিজভী

ছবি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । ফাইল ফটো

আওয়ামী লীগের অধীনে ভোটারবিহীন একচেটিয়া নির্বাচনকে যারা শান্তিপূর্ণ বলেন, প্রশাসনের এমন পুলিশ কর্মকর্তাদেরও তালিকা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ জুন) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা সহিংস আচরণ করবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকার পরও যারা পদক্ষেপ নেবে না, এমন পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে। সবার তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানান রিজভী আহমেদ।

রিজভীর অভিযোগ, সুইস ব্যাংকে অর্থ পাচার করেছে আওয়ামী লীগ। গত ১ বছরে সাড়ে ১০ হাজার কোটি টাকা ব্যাংক থেকে সরিয়েছে তাদর নেতারা। ডলার সংকটের সময় বিশাল বহর নিয়ে প্রধানমন্ত্রীর ঘন ঘন বিদেশ সফরের সমালোচনা করেন তিনি।

এটিএম/

Exit mobile version