Site icon Jamuna Television

রায়হানের মৃত্যুর বিচার চেয়ে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লায় পার্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র রায়হানের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সচেতন কুমিল্লা নগরবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নগর উদ্যান শিশু পার্কে রাইড পরিচালনার নামে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সিন্ডিকেট করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সঠিক তত্ত্বাবধানের অভাবে এই পার্কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

তারা রায়হানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিচারের দাবি জানান। গত ২৫ আগস্ট ম্যাজিক বোট নামক রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় লালমাই কলেজ ছাত্র রায়হান।

Exit mobile version