Site icon Jamuna Television

‘ওয়াগনার গ্রুপের বিদ্রোহ দমনে প্রস্তুত চেচেন বাহিনী’

ওয়াগনার গ্রুপের বিদ্রোহ দমনে প্রস্তুত বলে জানিয়েছে চেচেন বাহিনী। এক বিবৃতির মাধ্যমে এ কথা জানায় সশস্ত্র বাহিনীটি। খবর গার্ডিয়ানের।

সামরিক বাহিনীটির প্রধান রমজান কাদিরভ বিবৃতিতে বলেন, রাশিয়া এবং প্রেসিডেন্ট পুতিনের পিঠে ছুরি মারার মতো অপরাধ করেছেন প্রিগোঝিন। এছাড়া রুশ সেনাদের কোনো উসকানি না দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময় রমজান কাদিরভ সতর্কতা জানিয়ে বলেন, ওয়াগনারের বিদ্রোহ দমাতে প্রস্তুত আছে তার বাহিনী। প্রয়োজনে বিদ্রোহীদের বিরুদ্ধে যেকোনো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এরআগে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর পক্ষ হয়ে লড়াই করে চেচেন বাহিনী। দীর্ঘদিন ধরেই ওয়াগনার গ্রুপের সাথে দ্বন্দ্ব চলে আসছে চেচেন বাহিনীর।

এসজেড/

Exit mobile version