Site icon Jamuna Television

ওলামা লীগের নতুন কমিটি মানতে চায় না দলের একাংশ

ওলামা লীগের নতুন কমিটিকে মেনে নিচ্ছেন না দলটির একাংশের নেতারা। শনিবার (২৪ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে ওলামা লীগের সাবেক সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ি বলেন, রাতের আধারে ফেসবুকের মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক যাদের করা হয়েছে, তারা কখনো ওলামা লীগের সাথে জড়িত ছিলেন না। এক নারীর সাথে সাধারণ সম্পাদক আমিনুল হকের আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ায় দলের সম্মানহানি হয়েছে বলে দাবি করা হয় এ সময়।

সংবাদ সম্মেলনে দলটির একাংশের নেতারা আরও বলেন, এই কমিটি আওয়ামী লীগের হাইকমান্ড দেয়নি। একটি পক্ষ অর্থের লেনদেনের বিনিময়ে ও ব্যক্তিগত স্বার্থে এই কমিটি করেছে।

/এমএন

Exit mobile version