Site icon Jamuna Television

হাজার বছরের ঐতিহ্য ‘ড্রাগন বোট রেস’ শুরু হংকংয়ে

হংকংয়ে শুরু হয়েছে ঐতিহাসিক নৌকা বাইচ, ‘ড্রাগন বোট রেস’। প্রায় ৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। করোনা এবং সরকার বিরোধী আন্দোলনের কারণে এতদিন বন্ধ ছিল ঐতিহ্যবাহী এই আয়োজন। খবর এপির।

এবারের আয়োজনে অংশ নিয়েছে ১৬০টি নৌকার দল। সেখানে রয়েছেন ৪ হাজারের বেশি সদস্য। রীতি অনুযায়ী, প্রতি বছর বর্ষাকালে অনুষ্ঠিত হয় এই উৎসব। সুরের তালে তালে চলে নৌকাবাইচ।

বাহারি নকশার নৌকাগুলোর তীব্র গতিতে ছুটে চলা দেখতে নদীর দুপাশে ভিড় জমান লাখো উৎসুক দর্শনার্থী আর বিদেশি পর্যটক। আয়োজকরা জানান, প্রায় ১ হাজার বছর ধরে চলে আসছে এই নৌকা বাইচের রীতি।

এসজেড/

Exit mobile version