Site icon Jamuna Television

পশ্চিম তীরে অভিযানে আরও এক ফিলিস্তিনির মৃত্যু

পশ্চিম তীরে অভিযান নিয়ে চলমান উত্তেজনার মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন আরও এক ফিলিস্তিনি। খবর রয়টার্সের।

শনিবার (২৪ জুন) দখলকৃত পশ্চিম তীরে একটি সেনা চেকপয়েন্টে ঘটে এ ঘটনা। এ নিয়ে এক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রাণ হারালো ১৫ ফিলিস্তিনি। ইসরায়েলি পুলিশে দাবি, এম- সিক্সটিন রাইফেল নিয়ে চেকপোস্টের কাছে গিয়ে ফাঁকা গুলি ছোড়েন ওঁই ব্যক্তি। এতে দুইজন গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে দখলদাররা।

এ সময় তাকে প্রতিহত করতে ইসরায়েলি পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারান তিনি। নিহতের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।

এটিএম/

Exit mobile version