Site icon Jamuna Television

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের কচাকাটা থানার বালাহাট সীমান্ত এলাকা থেকে আব্দুস সাত্তার নামক এক ভারতীয়কে আটক করেছে বিজিবি। আটক সাত্তার (৫০) আসাম রাজ্যের ধুবরি জেলার টাকিমারী গ্রামের ওয়াহেদ আলীর সন্তান।

বিজিবি জানায়, কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বালাহাট সীমান্তের মেইন পিলার ১০৩৫ এর ৭ সাব পিলারের ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাত্তারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭২টি ভারতীয় সাবান পাওয়া যায়।

কুড়িগ্রাম ২২ বিজিবির চৌদ্দঘড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ওই ভারতীয় নাগরিককে আটক করে নিয়মিত টহল দল। বুধবার সকালে কচাকাটা থানায় মামলা দেয়া হয়েছে।

কচাকাটা থানার ওসি ফারুক খলিল জানান, ভারতীয় নাগরিক আব্দুস সাত্তারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Exit mobile version