Site icon Jamuna Television

রাজধানীতে নির্মাণাধীন ভবনে ক্রেনের তার ছিঁড়ে নিহত ৩

রাজধানীর ডেমরায় ভবন নির্মাণের কাজে ব্যবহৃত ক্রেন ছিঁড়ে সেটির চাপায় তিন শ্রমিক মারা গেছেন। নিহতরা হলেন মিজান (৩০), মোস্তফা (৪২) ও জাফর (৫০)। শনিবার (২৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ডেমরার কোদালদিয়া এলাকায় নির্মাণাধীন ভবনের সাততলায় ঢালাইয়ের উপকরণ সিমেন্ট, বালুসহ মালামাল ক্রেনের সাহায্যে উপরে ওঠানো হচ্ছিল। মালামাল নিয়ে যখন মাঝপথে যায়, তখন রশি ছিঁড়ে ক্রেনটি নিচে পড়ে যায়। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ওই ভবনের শ্রমিকদের কাজ করতে হচ্ছিল। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

এ ঘটনার পর থেকে লাপাত্তা ভবনের মালিক ও ঠিকাদার। নিহত-আহতদের চিকিৎসার ব্যবস্থা করেননি। খোঁজ নেননি স্বজনদেরও। পুলিশও তাদের সম্পর্কে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছেন তারা।

/এমএন

Exit mobile version