Site icon Jamuna Television

ময়মনসিংহে ঢাকাগামী ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের দুই ওয়াগান লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ রেলস্টেশনের আউটার সিগন্যালে ঢাকাগামী ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের দুই ওয়াগান লাইনচ্যুত। এতে ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৫ জুন) সকাল পৌনে ৯টার দিকে নগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র জানান, কোরবানির গরু বোঝাই ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাত দেড়টার দিকে ময়মনসিংহ জংশন ছেড়ে যাওয়ার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি ছাড়লে ৫ মিনিটের মধ্যে ফের দুটি চাকা লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দুই দফা ট্রেনটি লাইনচ্যুত হলে দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হয়। সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ক্যাটল ট্রেনটি আর ঢাকা যাচ্ছে না। ট্রাকে করে বিকল্প ব্যবস্থায় গরু ঢাকায় পাঠানো হচ্ছে। কী কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এএআর/

Exit mobile version