Site icon Jamuna Television

মক্কায় দুষ্টু বানরের হানা, হজযাত্রীর কাপড় নিয়ে দৌড়

পবিত্র মক্কা নগরীর আল নূর পর্বতে গিয়ে দুষ্টু বানরের খপ্পড়ে পড়লেন এক হজ যাত্রী। রীতিমতো টানাটানি করে তার কাছ থেকে এহরামের কাপড়ের টুকরো নিয়ে দৌড়ে পালায় প্রাণিটি। খবর রয়টার্সের।

এ ঘটনায় হাসির রোল পড়ে যায় আশপাশের হজযাত্রীদের মাঝে। সবাই মিলেই চলে কাপড় উদ্ধারের মিশন। বানরের পেছনে ছোটাছুটি করেন অনেকেই। তবে বাগে আনা যায়নি দুরন্ত প্রাণিটিকে। ছুটতে থাকে পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। চেষ্টার এক পর্যায়ে ক্লান্ত হয়ে ক্ষান্ত দেন অনেকে। শেষমেষ নিজেই কাপড় ফেরত দেয় বানরটি।

এটিএম/

Exit mobile version