Site icon Jamuna Television

বিচার বিভাগ সংস্কারের প্রতিবাদে ফের বিক্ষোভ ইসরায়েলে

বিচার বিভাগ সংস্কারের প্রতিবাদে ফের বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। শনিবার (২৪ জুন) ২৫ সপ্তাহের মতো রাজপথে নামে ইসরায়েলিরা। তেল আবিবের মূল মহাসড়ক অবরুদ্ধ করে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় আন্দোলনকারীরা। খবর মিডল ইস্ট আই এর।

এদিক রাজপথে নেমে আবারও বিচার বিভাগ সংস্কার বন্ধে স্থায়ী সিদ্ধান্তের দাবি জানান আন্দোলনকারীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। তবে এতে দু’পক্ষের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

বিশ্লেষকরা বলছেন, চলমান আন্দোলনে পুরোপুরি সফলতা না আসলেও, এটা চাপে ফেলেছে নেতানিয়াহু প্রশাসনকে। অভ্যন্তরীণ এবং বিদেশি চাপের মুখে এখনও আইন পাস করতে পারেনি সরকার। এটিকে ইতিবাচক হিসেবে আখ্যা দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই বিচার বিভাগ সংস্কারের প্রস্তাব দেয়া হয়। সে অনুসারে, পার্লামেন্টের হাতে বাড়ছে বিল পাস বা নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার। অন্যদিকে কমবে বিচার বিভাগের ক্ষমতা।

এসজেড/

Exit mobile version