Site icon Jamuna Television

পঞ্চগড়ে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি পুকুর থেকে জমিলা খাতুন (৮০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জুন) সকালে জেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের সরদারপাড়া এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক সংলগ্ন একটি পুকুর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জমিলা খাতুন তেঁতুলিয়া সদর ইউনিয়নের কৃষ্ণকান্তজোত এলাকার মৃত কসিম উদ্দীনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দীর্ঘ আট থেকে দশ বছর ধরে জমিলা খাতুন মানসিক ভারসাম্যহীন। তাকে তেঁতুলিয়ার বিভিন্ন মহাসড়কে ঘোরাঘুরি করতে দেখা যেতো। রোববার সকালে তেঁতুলিয়ার সরদারপাড়া এলাকার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরই মধ্যে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী।

/এএম

Exit mobile version