Site icon Jamuna Television

এক পদ্মা সেতুই বিরোধীদের ১৪ বছরের আন্দোলন ঢেকে দিয়েছে: ওবায়দুল কাদের

এক পদ্মা সেতুর অর্জন বিরোধীদের ১৪ বছরের আন্দোলন ঢেকে দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতু জাতীয় সম্পদ, কোনো দলের সম্পদ নয়। এর রক্ষণাবেক্ষণে সবাইকে সহযোগিতা করতে হবে।

রোববার (২৫ জুন) বনানী সেতু ভবনে পদ্মা সেতুর এক বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের বলেন, গত এক বছরে পদ্মা সেতুতে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকার টোল আদায় হয়েছে। এই এক বছরে ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন পদ্মা সেতু দিয়ে পার হয়েছে। গড়ে দৈনিক সাড়ে ১৫ হাজার গাড়ি সেতু পাড়ি দিয়েছে। এ থেকেই বোঝা যায়, যাত্রী ও পণ্য সরবরাহে পদ্মা সেতু অসামান্য অবদান রাখছে।

তিনি বলেন, নিজেদের অর্থায়নে নির্মাণ করা এই মেগা স্ট্রাকচারের রোজগার থেকে দুই কিস্তি ঋণ পরিশোধ করা হয়েছে। চুক্তি অনুযায়ী ৩৫ বছরের মধ্যে সরকারের কাছ থেকে নেয়া অর্থ পরিশোধ করা হবে।

পদ্মা সেতু নির্মাণে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রমত্তা পদ্মার বুকে দাঁড়িয়ে থেকে অপপ্রচারকারীদের জবাব দিচ্ছে এই সেতু।

এসজেড/

Exit mobile version