Site icon Jamuna Television

সরকার পতনে ঈদের পর নেতাকর্মীদের ঢাকায় আসার আহ্বান গয়েশ্বর চন্দ্রের

বর্তমান সরকারকে বিদায় করতে এক দফার কোনো বিকল্প নেই। এজন্য ঈদের পর নেতাকর্মীদের ঢাকায় আসার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৫ জুন) সকালে চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় সমাবেশে নেতারা বলেন, হাজার হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে সরকার। তাদের অভিযোগ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বলায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এর ফলে দেশ আরও সংকটের মুখে পড়বে বলেও আশঙ্কা তাদের। এ সময় সরকার প্রশাসনকে উস্কে দিতে বিরোধীদলের বিরুদ্ধে নানামুখী গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এসজেড/

Exit mobile version