Site icon Jamuna Television

নরসিংদীতে এনা পরিবহনের বাসচাপায় ২ যুবক নিহত

নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) ও কফিলউদ্দিনের ছেলে রোমান (২৪)।

পুলিশ জানিয়েছে, এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা অতিক্রমের সময় চাপা দেয় বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলকে।

ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যান। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় অপর আরোহীকে।

Exit mobile version