Site icon Jamuna Television

পিরোজপুরে বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় ১২ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. রুহুল আমিন শিবলু (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, শনিবার (২৪ জুন) উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশুরবুনিয়া গ্রামের শিবলু স্থানীয় ধলু চৌকিদারের বাড়িতে ভুক্তভোগী ওই বাক প্রতিবন্ধী তরুণীকে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, তরুণীকে নিয়ে তার মা থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। তখনই অভিযোগটি নারী নির্যাতন ও দমন আইনে মামলা হয়েছে। মেডিকেল রিপোর্টের জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version