Site icon Jamuna Television

আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা দেখলো ভারত

আবারও ভয়াবহ রেল দুর্ঘটনা দেখলো ভারত। রোববার (২৫ জুন) ভোরে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওন্দা লুপ লাইনে হয় দুটি মালগাড়ির ভয়াবহ সংঘর্ষ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা দেয় বাঁকুড়া থেকে আসা অপর একটি ট্রেন। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংঘর্ষের কারণে দুমড়ে-মুচড়ে গেছে একাধিক বগি। লাইনচ্যুত হয় অন্তত ১৩টি ওয়াগন। দুর্ঘটনার জেরে প্ল্যাটফর্ম এবং সিগন্যাল রুমও কিছুটা ক্ষতিগ্রস্ত। বিকট সংঘর্ষের শব্দে ভোরেই দুর্ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। উদ্ধার করেন দুই মালগাড়ির চালকদের।

এই ঘটনার জেরে আদ্রা-খড়গপুর রুটে ১১টি ট্রেন বাতিল করা হয়েছে। চলতি মাসেই ওড়িষায় ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা দেখে ভারত। প্রাণ যায় ২৮৮ আরোহীর, আহত হন কমপক্ষে ১২শ’ মানুষ।

এটিএম/

Exit mobile version