অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দেয়া ব্যাকআপ প্ল্যানের অংশ নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রোববার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ব্রিকসে যোগ দেয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমার জানামতে ব্রিকসে যোগদানের আবেদন ফরম নেই। তবে আমরা একটি চিঠি দিয়েছি। এটাকে আপনারা আবেদন বললেও বলতে পারেন। ব্রিকসে যোগদান ব্যাকআপ প্ল্যানের কোনো অংশ নয়। আমরা মনে করি, এই ধরনের শক্তিশালী জোটে যোগ দিলে আমাদের লক্ষ্য ত্বরান্বিত হবে। আর এই জোটে যোগ দেয়ার উদ্দেশ্য মার্কিন ডলারকে বাইপাস করতে নয়।
এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, আগামী জাতীয় নির্বাচনে কে এলো বা এলো না, সেটা বিবেচ্য নয়। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যারা বাংলাদেশের গণতান্ত্রিক ধারা রাখতে চায় না, তারা অসহযোগিতা করবে। কেননা আমাদের দেশে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার নজির আছে।
আরেক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, আগামী নির্বাচন নিয়ে কোনো চাপ অনুভব করছি না। তবে আমাদের থমকে যাওয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। বিগত সাড়ে নয় বছরে অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। তবে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ধারাবাহিকতায় আমরা এখন একটি স্থিতিশীল বাংলাদেশ পেয়েছি।
শান্তিরক্ষী মিশন নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, তারা বাংলাদেশের শত্রু বলে এ সময় মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
/এমএন

