Site icon Jamuna Television

রাজবাড়ীতে ঝাড়ফুঁকের কথা বলে ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ী করেসপন্ডেন্ট:

রাজবাড়ীতে দুই সন্তানের জননীকে ধর্ষণের দায়ে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ (৫২) এবং তার সহকারী ফারুক বিশ্বাসকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দি‌য়ে‌ছেন আদালত।

রোববার (২৫ জুন) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এই দণ্ডাদেশ প্রদান করেন।

ঘটনার শিকার ৩৮ বছর বয়সী ওই নারী জানান, ২০২১ সা‌লের এপ্রিলে তিনি শারীরিকভাবে অসুস্থ হলে তার মা মান্নান কবিরাজকে ডেকে নিয়ে আসেন। মান্নান ও তার সহযোগী ঝাড়ফুঁকের কথা বলে তাকে বাড়ির বাইরে নিয়ে যান। একপর্যায়ে ওই নারীকে তারা পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে বল‌লে সে এবং তার ছে‌লে‌কে বান মারার হুম‌কি দেয়া হয়।

আসামিদের উপস্থিতিতে আদালত রোববার এই রায় প্রদান করেন।

/এএম/এমএন

Exit mobile version