Site icon Jamuna Television

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ২ আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ফুলপুর থানায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ জুন) তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, এদিন সকালে প্রথমে ঈশ্বরগঞ্জ থানার সোহাগী ইউনিয়নের বগাপোতা নামক স্থান থেকে আসামি মো. হাসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশ কোতোয়ালি থানা এলাকা থেকে মাহবুব আলম মন্ডল নামে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আরেক আসামিকে গ্রেফতার করে।

দুই আসামিকে সোমবার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

/এএম/এসজেড/

Exit mobile version