ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে সারাদেশে শহিদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘প্রতিরোধ’র উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জুন) সকালে ঝিনাইদহ পুলিশ লাইনে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আশিকুর রহমান।
এসপি আশিকুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি সংকটে বাংলাদেশ পুলিশ শুধু দায়িত্বই পালন করেনি, তাদের জীবনও উৎসর্গ করেছে। এই বিশাল কর্মী বাহিনী দেশ ও জাতির কল্যাণে সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। আজকের এই ভাস্কর্য উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের আত্ম উৎসর্গকৃত সদস্যদের আমরা গভীরভাবে স্মরণ করছি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন উদ্দিন ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানাসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএইচ/

