Site icon Jamuna Television

সস্ত্রীক ওমরাহ পালন করলেন রাষ্ট্রপতি

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে তাওয়াফ ও সায়ী করাসহ পবিত্র ওমরাহর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।

গত শুক্রবার (২৩ জুন) বিকেলে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ভিভিআইপি একটি ফ্লাইটে জেদ্দা পৌঁছান। সেখানে রাষ্ট্রপতিকে সৌদি সরকারের রয়েল গেস্ট হিসেবে বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে মক্কার সাফা রয়েল প্যালেসে নিয়ে যাওয়া হয়। পবিত্র হজ পালন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন।

পবিত্র হজ পালন শেষে আগামী ৩ জুলাই দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের।

/এমএন

Exit mobile version