কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিলো সরকার। রোববার (২৫ জুন) সকাল থেকে এ অনুমতি দেয়া হয়েছে। সম্প্রতি বাজারে এ দুটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রোববার সারাদিনে মোট ৩০টি আইপি দেয়া হয়েছে। এর মাধ্যমে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আসবে। অন্যদিকে ৬৮টি আইপির বিপরীতে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
উল্লেখ্য, চলতি মাসের ৫ জুন থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। বেশ কিছুদিন ধরেই দেশের পেঁয়াজের বাজার অস্থির। পেঁয়াজ উৎপাদন করে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কৃষকের স্বার্থ সুরক্ষায় গত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রাখা হয়েছিল। এরপর থেকে বাড়তেই থাকে পেঁয়াজের দাম।
ইউএইচ/

