চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচিত ইউপি সদস্য আলম ঝাপড়া হত্যা মামলার আসামি দুরুল হোদাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মৃত দুরুল হোদা নয়ালাভাঙা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মন্ডলের ছেলে।
রোববার (২৫ জুন) রাত সাড়ে সাতটার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের টুলটুলিপাড়ায় তার শ্বশুর বাড়ি ঘিরে তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। পরে মৃত ভেবে ফেলে চলে গেলে মুমূর্ষু অবস্থায় তার স্বজনরা ও এলাকাবাসী উদ্ধার করে চাঁপাইনাববগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুস সামাদ জানান, দুই পায়ে ও দুই হাতে দেশীয় অস্ত্রের আঘাত ছিল। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুরুল হোদা একটি হত্যা মামলায় জামিনে ছিলেন। সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইউএইচ/

