Site icon Jamuna Television

কুমিল্লায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লায় প্রকাশ্যে ইজাজ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ জুন) সন্ধ্যায় নগরীর কান্দিরপাড়ের আনন্দ সিটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাওনা টাকার জের ধরে ইজাজের সাথে তার পূর্ব পরিচিত কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা ইজাজের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতরঅবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইজাজকে মৃত ঘোষণা করেন। জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এটিএম/

Exit mobile version