Site icon Jamuna Television

ঢাকা ছাড়ছে মানুষ, চাপ বাড়ছে সড়কে

প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। ঘরমুখো মানুষের চাপ বাড়ছে সড়কে। রাজধানী থেকে বের হওয়ার গুরুত্বপূর্ণ পথ গাবতলী বাসস্ট্যান্ডে থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা ঘরে ফিরছেন।

সোমবার (২৬ জুন) সকাল থেকেই এই বাসস্ট্যান্ড থেকে ছেড়ে গেছে শতাধিক গাড়ি। ছাড়বে ঈদের আগের রাত পর্যন্ত। ঈদে ঘরমুখো মানুষ আর যানবাহনের চাপ পড়েছে সড়কে। প্রতি ঈদের আগেই বাড়ে পরিবহন ভাড়া। এবারও তার ব্যতিক্রম হয়নি।

যাত্রীদের অভিযোগ, এবারও রাখা হচ্ছে স্বাভাবিক ভাড়ার চেয়েও বেশি। সকাল থেকেই গাবতলীর সামনের সড়কে তৈরি হয়েছে যানজট। ব্যবস্থাপনায় শৃঙ্খলা এনে সড়কে যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ।

এটিএম/

Exit mobile version