Site icon Jamuna Television

মিশিগানে প্রচারণায় ট্রাম্প, বাইডেন প্রশাসনকে তুলোধুনো

নির্বচনী দৌঁড়ে না থাকলে কোনো তদন্ত বা মামলাই হতোনা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। রোববার (২৫ জুন) মিশিগানের প্রচারণায় নিজেই এমন মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

তিনি বলেন, ভোটের মাঠে শক্ত অবস্থান না হলে তার বিরুদ্ধে সব আইনি কার্যক্রম বন্ধ হয়ে যেতো এখনই। আমি কোনো ভুল কাজ করিনি। যা হয়েছে প্রেসিডেন্সিয়াল রেকর্ডস আইনের আওতায় পড়ে। অথচ তারা অপরাধী মামলা দিয়ে রেখেছে। তারা বিচারবিভাগ ব্যবহার করে নির্বাচনে হস্তক্ষেপ করতে চায়। এটা পুরোপুরি দুর্নীতি। আর আমরা তা হতে দেবো না। আপনাদের পাশে নিয়ে এটা আমার চূড়ান্ত লড়াই।

২০২০ সালে মিশিগান আসনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরেছিলেন ট্রাম্প। ওকল্যান্ড কাউন্টির সমাবেশে ট্রাম্পকে রিপাবলিকান দলীয় ‘ম্যান অব দ্য ডিকেড’ বলে আখ্যা দেন নেতাকর্মীরা। ভাষণে প্রেসিডেন্ট বাইডেনকে তুলোধুনো করে বাইডেন দুর্যোগ আখ্যা দেন।

২০২৪ এর নির্বাচনে রিপাবলিকান প্রার্থীতার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। তার সম্ভাব্য প্রতিদ্বন্দীদের মধ্যে এগিয়ে ফ্লোরিডার গভর্নর নর ডিস্যান্টিস।

এটিএম/

Exit mobile version