Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত চিলি, নিহত ২

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ চিলি। পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন দুজন। নিখোঁজ রয়েছেন আরও ৩ জন। খবর রয়টার্সের।

এরই মধ্যে চিলির মধ্যাঞ্চলে জারি করা হয়েছে বন্যার সতর্কতা। কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং স্থাপনা। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা।

বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রত্যন্ত অনেক এলাকায়। বিপৎসীমার ওপর দিয়ে বইছে স্থানীয় নদীগুলোর পানি। পানির তোড়ে বিধ্বস্ত হয়েছে অনেক সড়ক ও সেতু।

এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে ৪ শতাধিক বাসিন্দাকে। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। হেলিকপ্টার দিয়ে দুর্গত এলাকাগুলোয় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। আরও দু’দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

এসজেড/

Exit mobile version