Site icon Jamuna Television

সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

সরকার কারও ওপর জুলুম নির্যাতন চালাচ্ছে না। যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে; এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৬ জুন) সচিবালয়ে পিআইবি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মকাণ্ডের পার্থক্য বোঝে না। দলটির নেতারা ঘুমিয়ে আছে বলেই সরকারের পতনের স্বপ্ন দেখছে।

চট্টগ্রামে কয়েকটি আইপি টিভি বন্ধের বিষয়ে হাছান মাহমুদ জানান, আইপিটিভির নামে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। তারা ব্ল্যাকমেইল করে, কোনো লাইসেন্সও নেই।

/এমএন

Exit mobile version