Site icon Jamuna Television

আখাউড়ায় রাতের অন্ধকারে ২০টি খড়ের কুঞ্জি পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর ও কল্যাণপুরে ২০টি খড়ের কুঞ্জি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৬ জুন) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন আখাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মুনিম সারোয়ার।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি জানান, গভীর রাতে খড়ের কুঞ্জিতে অগ্নিকাণ্ডের খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সবগুলো খড়ের কুঞ্জি গবাদি পশুর খাদ্য হিসেবে মজুদ ছিল। তবে স্থানীয়দের সহায়তা না পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো বলে জানিয়ে ফায়ার সার্ভিস।

এএম/ইউএইচ/

Exit mobile version