ভাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্স বিস্ফোরণে ৮ জনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি অভিমত ব্যক্ত করেছেন। তারা বলছেন, অতিরিক্ত গতির কারণেই অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির একটি চাকা ফেটে গিয়ে সেটি সড়কের রেলিংয়ে আছড়ে পড়ে আগুন ধরে যায়। ফলে গাড়িতে থাকা ৮ জনেরই মৃত্যু হয়। এছাড়া তদন্ত কমিটি সড়কে স্পিড ক্যামেরা বসানোর সুপারিশ করেছেন।
সোমবার (২৬ জুন) বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের নিকট এসব তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, এ দুর্ঘটনায় অতিরিক্ত গতিকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ওই সড়কে স্পিড ক্যামেরা বসানোর সুপারিশ করেছে তদন্ত কমিটি।
উল্লেখ্য, গত শনিবার বেলা ১১টার সময় হাইওয়ে এক্সপ্রেস মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে অ্যাম্বুলেন্স বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন বিকেলে জেলা প্রশাসক ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। এই কমিটিকে দুই কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ে তদন্ত শেষে সোমবার বিকেলে জেলা প্রশাসকের হাতে প্রতিবেদন তুলে দেন।
ইউএইচ/

