ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
সোমবার (২৬ জুন) সোমবার রাত ৮টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শরীফা খাতুন (৩৫) ও নিকডাঙ্গা গ্রামের সিএনজি চালক আবুল কালাম। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, সোমবার রাত ৮টার দিকে কালীগঞ্জের বারোবাজার থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক নারী যাত্রী ও চালক নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় আহত হন আরও ৩ জন। আহতদের চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
কালীগঞ্জ থানা ওসি বলেন, আমাদের একটি টিম সেখানে রয়েছে। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।
ইউএইচ/

