
একদিন পরই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এরইমধ্যে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। এতে যাত্রী চাপ বেড়েছে সড়ক, রেল ও নৌপথে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে ছেড়ে গেছে শতাধিক গাড়ি। রাজধানী থেকে বের হওয়ার গুরুত্বপূর্ণ পথ গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে ঢাকা ছাড়তে দেখা যায়। এছাড়া রেলপথেও দেখা গেছে প্রচুর যাত্রীচাপ।
দিনের শুরুতে ধুমকেতু এক্সপ্রেস যাত্রা শুরুর কথা থাকলেও ২ ঘণ্টা দেরি করে। সকাল ৮টায় প্ল্যাটফর্ম ছাড়ে উত্তরবঙ্গের এই ট্রেনটি। উত্তরবঙ্গের ট্রেনের যাত্রীচাপ থাকায় কিছুটা শিডিউল বিপর্যয় দেখা গেছে। তবে সঠিক সময়ে ছেড়ে গেছে পূর্বাঞ্চলের ট্রেনগুলো। সেখানে তুলনামূলক যাত্রীচাপ কম।
এদিকে, ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীর চাপ রয়েছে।
/এমএন



Leave a reply