আখাউড়া প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে মঙ্গলবার (২৭ জুন) থেকে আগামী রোববার (২ জুলাই) পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। এই সময়ের মধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত এবং কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, দু’দেশের ব্যবসায়ীদের আলোচনার প্রেক্ষিতে মঙ্গলবার থেকে আগামী ২ জুলাই পর্যন্ত আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৩ জুলাই সকাল থেকে এ স্থলবন্দর সীমান্ত পথে ত্রিপুরায় মাছ রফতানির মধ্য দিয়ে ফের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট ওসি হাসান আহমদ ভূঁইয়া জানান, ইমিগ্রেশন চেকপোস্টে সরকারি কোনো ছুটি নেই। বৈধ পাসপোর্ট-ভিসার যাত্রীরা সপ্তাহে সাত দিনই চলাচল করতে পারেন। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ কার্যক্রম স্বাভাবিক থাকে।
এসজেড/

