২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ৩ কোটি ২৫ লাখ টাকা

|

বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপ।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

মাত্র একদিন পরই মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকগুণ বেড়েছে ছোট-বড় যানবাহনের চাপ। ফলে গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে পারাপার করেছে ৪২ হাজার ৫৬০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

মঙ্গলবার (২৭ জুন) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার (২৫ জুন) রাত ১২টা থেকে সোমবার (২৬ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজায় পারাপার করেছে ২৪ হাজার ৮১৭টি যানবাহন। এতে টোল আদায় হয় এক কোটি ৯৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। একই সময়ে পশ্চিম টোল প্লাজা দিয়ে পারাপার হয়েছে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।

ঈদ যাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় যানজট এড়াতে সেতুর পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে বলেও জানান এ নির্বাহী প্রকৌশলী।

এদিকে, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর উপর দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেতুর উপর বিকল হয়ে যায় অপর একটি গাড়ি। এতে ভোর ৩টার পর থেকে ১০-১২ মিনিট, ভোর ৪টার পর প্রায় ১ ঘণ্টা এবং ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে সৃষ্টি হয় যানজটের।

প্রসঙ্গত, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে ১৫-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। যার ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৪ কিলোমিটার সড়কে অতিরিক্ত গাড়ির চাপে যানজট ও ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply