Site icon Jamuna Television

সাংবাদিক সুবর্ণা হত্যার প্রধান আসামি গ্রেফতার

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যার ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ধারণা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আজ দুপুরে নিহত নারী সাংবাদিক সুবর্ণা নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে নিহত নদীর সাবেক শ্বশুর শিল্পপতি আবুল হোসেনসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলাটি দায়ের করে।

পুলিশ আরো জানায়, মামলা দায়েরের পর নদীর সাবেক শ্বশুর শিল্পপতি আবুল হোসেনের মালিকানাধীন শিমলা ডায়াগনস্টিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে শহরের রাধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের সামনে ভাড়া বাসার ঢোকার পথে কয়েকজন অজ্ঞাতনামা দূবৃর্ত্ত সুবর্ণা নদীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

Exit mobile version