
আরও এক বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদেই থাকবেন ক্রোয়াট তারকা লুকা মদ্রিচ। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।
এই মাসেই রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি শেষ হওয়ার কথা ছিল লুকা মদ্রিচের। গুঞ্জন ছিল এই ক্রোয়াট তারকার নতুন গন্তব্য হতে পারে সৌদি কোনো ক্লাব। তবে গুঞ্জন উড়িয়ে রিয়ালেই আরও এক মৌসুম থাকার সিদ্ধান্ত নিলেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছরের ৩০ জুন পর্যন্ত রিয়ালে থাকবেন তিনি।
এর আগে, ২০১২ সালে ২৬ বছর বয়সে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন লুকা মদ্রিচ। ১১ বছরে রিয়ালের হয়ে ৪৮৮ ম্যাচ খেলে জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগসহ ২৩টি ট্রফি।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply